ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে বাংলাদেশ লাভবান হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ সোমবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।তোফায়েল বলেন, আওয়ামী লীগ ও ভারতবিরোধী কিছু লোক নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে কে লাভবান হয়েছে বলে প্রশ্ন তুলেছে। আমি দৃঢ়তার সঙ্গে বলি, নরেন্দ্র মোদির এ সফরে বাংলাদেশ লাভবান হয়েছে।তিনি আরো বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কারণে দীর্ঘদিনের অনিষ্পত্তি বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। সবচেয়ে বড় কথা হল খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী ছিলেন, কোনো দিন তিনি স্থল সীমান্ত চুক্তি নিয়ে কথা বলেছেন?ভারতবিরোধিতা না করার অঙ্গীকারের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও মন্তব্য করেন তোফায়েল।