ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আল-কায়েদা ইসলামের শত্রু হিসেবে উপস্থাপন করতে চায়। আর তাই ভারত উপমহাদেশে নতুন শাখা গঠনে আল-কায়েদার ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া উচিত ভারতের। সন্ত্রাসবিরোধী সুপরিচিত মার্কিন বিশেষজ্ঞ ব্রুস রাইডেল এমন মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। সিআইএ’র সাবেক বিশেষজ্ঞ রাইডেল বৃহস্পতিবার বলেছেন, আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ওই ভিডিও বার্তা গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। আল- কায়েদা প্রধানমন্ত্রী মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সন্ত্রাস-বিরোধী বিশেষজ্ঞদের মধ্যে রাইডেলকে শীর্ষস্থানীয়দের মধ্যে গণ্য করা হয়। জাওয়াহিরির ভিডিও বার্তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানে তাদের ঘাঁটি ও লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে ঘনিষ্ট যোগসূত্রের কারণে ভারতের জন্য আল-কায়েদা সাংঘাতিক হুমকিস্বরূপ। আল-কায়েদার হুমকি গুরুত্বের সঙ্গে নেয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, নয়াদিল্লির উচিত যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বৃদ্ধি করা। ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এখনও জাওয়াহিরির সাম্প্রতিক ভিডিও বা ভারতে নতুন শাখা গঠনে তৎপরতার যথার্থতা পরীক্ষা করেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, আমরা এখনও এটা পর্যালোচনা করতে পারিনি। এ বিষয়ে আরও কোন তথ্য পাওয়া যায় কিনা আমরা সেটা দেখছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য যেখানেই আল-কায়েদা হুমকিস্বরূপ হোক না কেন তা নিষ্ক্রিয় করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেইডেন বলেন, নতুন এ ঘোষণাকে আমরা আল-কায়েদার শক্তি-সামর্থ্য বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছি না।