শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মেয়াদ শেষে হাসিনার অধীনেই নির্বাচন : নাসিম

image_109131.nasim (2)

বিরোধী দলকে উদ্দেশে করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাথা ঠাণ্ডা রেখে সরকারকে সহযোগিতা করুন। মেয়াদ শেষে নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ রবিবার এক স্মরণসভা ও ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।কৃষক লীগ নেতা মকবুল হোসেন ও কলিম উদ্দিনের মৃত্যুতে এই স্মরণ সভার আয়োজন করে কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ। মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বেগম খালেদা জিয়া ও তার দল সব হারিয়ে এখন আবোল-তাবোল বকছেন। অহেতুক আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর হাতে তা দমন করা হবে।সমুদ্র বিজয় প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ও তার স্বামী জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে এ বিষয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। তারা শুধু গলাবাজি করতেই পারদর্শী। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে বাংলাদেশের আধিকার প্রতিষ্ঠা করেছে।
আওয়ামী লীগ এই নেতা অনিয়মতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম মাষ্টার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাবেক সভাপতি রেফাজ উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র গোলাম মোস্তফা তালুকদার মধু উপস্থিত ছিলেন।