সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মেয়র নাছিরের সংবর্ধনা বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, আবুধাবী :
 u
শুক্রবার রাতে আবুধাবিস্থ রেইনবো হোটেল রুমে বন্দর নগরী চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র আ জ ম নাসির উদ্দিকে ইউএইতে নাগরিক সংবর্ধনা দেয়ার লক্ষ্যে বাস্তবায়ন প্রস্তুতি কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ ছালেহ সভাপতিত্বে এবং কাজী মোহাম্মদ আলী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইয়ুব আলী বাবুল, পেয়ার মোহাম্মেদ, ইসমাইল গণী, মীর আহাম্মদ, মোহাম্মদ মঈনুদ্দিন, এস এম রফিকুল ইসলাম, সুকু বড়ুয়া, বেলায়েত হোসেন হিরো, মোহাম্মদ হামিদ আলি, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, আবু মুসা, ওয়াহিদুল মোস্তাফা, খোরশেদ মোবারেক প্রমুখ।
বক্তরা বলেন, ‘আমরা ধীরে ধীরে এগুচ্ছি, ইতোমধ্যে আমিরাতের বিভিন্ন প্রদেশে কমিটি গঠনের উদ্যোগে নেওয়া হয়েছে।’  এসময় তারা  সংবর্ধনা সফল করার জন্য প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কামনা করেন।