Friday, January 17Welcome khabarica24 Online

মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

3_24539_99885

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিনন্দন জানিয়েছেন।প্রথমে ঢাকাস্থ ভারত দুতাবাসের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।এর ৩ ঘন্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর দুপুরে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানান শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন। প্রধারমন্ত্রীর অভিনন্দন জানানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে অভিনন্দন জানান। শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাপার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বিরোধীদলীয় নেতা তার অভিনন্দন বার্তায় গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের জন্য ভারতবাসীকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, মোদীর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে। দুই দেশের মধ্যে অমিমাংসিত সমস্যাগুলো দ্রুত নিরসন হবে।