Saturday, February 8Welcome khabarica24 Online

মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

M i r 1 M i r p 2

নাছির উদ্দিন ঃ “জঙ্গীবাদ করবো শেষ গড়বো মোরা সোনার দেশ” এই স্লোগানকে ধারণ করে উপজেলার ধুম ইউনিয়নের মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করা হয়েছে। অদ্য ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে স্থানীয় বাংলাবাজরে এই মানববন্ধন করা হয়। এতে স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন ওসমানীর সঞ্চালনায় এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, ধুম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহসীন, স্কুলের প্রধান শিক্ষক এম শাহজাহান, স্কুল পরিচালনা কমিটির সদস্য কাজী মোজাম্মেল হোসেন ডালিম, জাফর আহম্মেদ খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক ওমর কুমার দে, হেড় মৌলভী মো. ইলিয়াছ ভুঁইয়া, সহকারী শিক্ষক নুরুল কাদের হোসাইনি, কামাল উদ্দিন পাশা, মনোরঞ্জন নন্দি, সেলিনা আক্তার, সুবর্ণা রানী দে, রিতা আচার্য্য ও জিকু কুমার নাথ