৩-২ গোলে জিতল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে মেসি করেন দুই গোল ও রোজো করেন এক গোল। আর এই জয়ের মধ্যে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মেসির দল। অপরদিকে মোসার জোড়া গোলেই খেলা শেষ করতে হলো নাইজেরিয়াকে।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় পরতো এলিগরি স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া মধ্যকার ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার পর ৩ মিনিটে মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৪ মিনিটে নাইজেরিয়ার মোসার গোলে সমতায় ফিরে নাইজেরিয়া। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুর্হূতে আবারও মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্র আবারও মোসার গোলে সমতায় ফিরে নাইজেরিয়া। তবে এ সমতা বেশীক্ষণ টিকিয়ে রাখতে পারেনি নাইজেরিয়ার প্লেয়াররা। কারণ এর কিছুক্ষণ পরেই আর্জেন্টাইন রোজোর গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পরবর্তী সময়ে আরো কোন পক্ষই গোল করতে না পারায় ৩-২ দিয়েই শেষ হয় খেলা।