সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মেসি বার্সেলোনা ছাড়তে চান!

image_173306.messi 1

 

লিওনেল মেসি এখন প্রায় ১ বিলিয়ান ডলার ম্যান! ইংলিশ ট্যাবলয়েড দ্য সান দাবি করেছে, বার্সেলোনা ক্লাবের ওপর অনেকটাই বিরক্ত হয়ে পড়েছেন তিনি। তাই তাকে কিনতে চাইলে এগিয়ে আসতে পারে আগ্রহী কোনো দল।সানের তথ্যসূত্র জানাচ্ছে, চেলসি যদি মেসিকে কিনতে চায় তাহলে ৯৩০ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তাব দিতে হবে বার্সাকে। সংবাদপত্রটির কাছে মেসির এক শীর্ষ সূত্র বলেছেন, “লিওর মনে বার্সেলোনা ছেড়ে দেওয়ার ভাবনা। ক্লাবটির মধ্যে অনেক বিষয় নিয়েই বিরক্ত সে। এতটাই বিরক্ত যে সামনের সবকিছু কঠিন হয়ে গেছে।”মেসিকে বার্সেলোনা থেকে কিনতে চাইলে বাই আউট ক্লাজের জন্য দিতে হবে ৩৯২ মিলিয়ন ডলার। এর সাথে যোগ হবে ছয় বছরের চুক্তিতে মেসির বেতন। সবমিলিয়ে অংকটা প্রায় ১ বিলিয়নের কাছে গিয়ে দাঁড়ায়। ডলারের হিসেবে আকাশছোঁয়া দাম। কিন্তু তিনি মেসি। তাই তাকে পেতে চেলসি, ম্যানচেস্টার সিটি কিংবা প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে টাকাটা অসম্ভব কোনো অংক নয় বটে