সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মেসির গোলে আর্জেন্টিনার জয়

cb5d11e12956bc4ae619733bde61db0b-Messi_2

অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের দুর্দান্ত গোলে বসনিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আলেসান্দ্রো সাবেলার দল।ম্যাচের তিন মিনিটে ফ্রি-কিক পেল আর্জেন্টিনা। লিওনেল মেসির শটটি লাগল বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে। আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ৬৫ মিনিটে বসনিয়ার চার ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত গোল দিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। ম্যাচের শেষ দিকে অবশ্য ভেদাদ ইবিসেভিচের গোলে ব্যবধান কমায় বসনিয়া।