চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। তরুন এই ক্রিকেটারকে নিয়ে দেশের সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সবার মনে আশঙ্কা মুস্তাফিজ কিনা আবার আইপিএলে টাকার মোহে পরে কোন অনৈতিক কাজে জড়িয়ে যায়।
কিন্তু মুস্তাফিজের বাবা এমনটি মনে করছেন না। গনমাধ্যমকে আবুল কাশেম সাহেব জানান, আমি মনে করি না কোটি টাকার আইপিএলে, নাচুনে কন্যা আর সুন্দরী নায়িকা (বলিউডি) আইপিএলে গেলেও পথ হারাবে না আমার ছেলে। ক্রিকেটের প্রতি সৎ ভালোবাসা আর টাকার প্রতি নির্মোহ থাকার পারিবারিক শিক্ষাই পথ হারাতে দেবে না তাঁকে।
মুস্তাফিজের প্রতি তার বাবার অঘাত বিশ্বাস থাকলেও ক্রিকেট মাঠে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা তাকে বিশ্বাস করতে পারে না। তার মায়াবি কাটারে যে কোন সময় ব্যাটসম্যানদের তিনি সাজঘরে ফেরাতে বড্ড পারদর্শি।