শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মুশফিক-নাসিরে মুখরক্ষা

39318_s1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে মিশ্র নৈপুণ্য দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শনিবার সেন্ট কিটস এন্ড নেভিস দলের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩০/৬। তিনদিনের এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে গিয়ে সেন্ট কিটস পেসারদের তোপের মুখে খেই হারাতে দেখা যায় বাংলাদেশের শীর্ষ ব্যাটিং তারকাদের। এতে দলীয় ৯২ রানে চার উইকেট হারিয়ে দিশাহারা দেখাচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে এরপর ব্যাটে দৃঢ়তা দেখান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। সপ্তম উইকেটে এ দুই ব্যাটিং তারকা গড়েন অপরাজিত ১৪৪ রানের দারুণ জুটি। শনিবার দিন শেষে মুশফিক ৮২ ও নাসির হোসেন ৭৮ রানে অপরাজিত থাকেন। ১২৬ বলে মুশফিক হাঁকান ৫ বাউন্ডারি ও তিনটি ছক্কা। আর ১২২ বলের ইনিংসে ৬ বাউন্ডারির সঙ্গে দুইবার ছক্কা হাঁকান নাসির হোসেন। সদ্য বাংলাদেশ দলে যোগ দেয়া শুভাগত হোম চৌধুরীর ব্যক্তিগত ইনিংসটিও ছিল আশাব্যঞ্জক। ৫৫ বলে ৪৮ রানের মারকুটে ইনিংসে শুভাগত হাঁকান ৮টি বাউন্ডারি। তবে খেই হারিয়ে রানআউটের খাড়ায় শেষ হয় শুভাগতর ইনিংসটি। ওয়ানডে সিরিজে ব্যর্থ ইমরুল কায়েসের ব্যাটিংয়ে এদিন ছিল ফর্মে ফেরার ইঙ্গিত। কিন্তু ব্যক্তিগত ৪৪ রানে নিজের উইকেট দেন ইমরুল। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বল হাতে ৩৫ ও ৩৬ রান দিয়ে সমান দুই উইকেট নেন পেস তারকা কুইন্টন বোয়াতসোয়াইন ও জেরেমিয়াহ লুইস। ১৩ জনের চলতি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন পেস তারকা আল আমিন হোসেন। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক মাঠে এদিন বাংলাদেশ ইনিংসে আট ব্যাটসম্যানই পার করেন রানের দুই অঙ্কের কোঠা। আর প্রত্যেকের ব্যাট থেকে আসে একাধিক বাউন্ডারি। ওপেনার শামসুর রহমান ও চার নম্বর ব্যাটস্যাম মুমিনুল হক উইকেট দেন ব্যক্তিগত ১০ রানে। এতে উভয়ে হাঁকান দু’টি করে বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে সেন্ট ভিনসেন্টে আগামী ৫ই সেপ্টেম্বর।
প্রস্তুতি ম্যাচ
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন)

টস: বাংলাদেশ, ব্যাটিং
বাংলাদেশ ১ম ইনিংস: ৯১ ওভার ৩৩০/৬; (মুশফিক ৮২*, নাসির ৭৮*, শুভাগত ৪৮, ইমরুল ৪৪, মাহমুদুল্লাহ ২৭, তামিম ২০, বোয়াতসোয়াইন ২/৩৫, লুইস ২/৩৬)।