দল হেরেছে বিশাল ব্যবধানে। কিন্তু উজ্জল ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়াই করেছেন টাইগার অধিনায়ক। বীরের বেশে লড়াই করে খেলেছেন ১১৬ রানের অনন্য এক ইনিংস। ৩৯ টেস্ট ক্যারিয়ারে এটা তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আজ কিংসটাউনের আর্নেস ভেল স্টেডিয়ামে দলের ইনিংস হার এড়াতে তিনি উইকেটের একপ্রান্ত আগলে খেলেছেন ২৪৩টি বল। যাতে ছিল ১৫টি চার ও একটি ছক্কা।