রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র

mufti+izahar_110440

চট্টগ্রামের লালখান বাজারে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজহার ও তার ছেলে হারুণের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম চট্টগ্রাম আদালতের পুলিশ প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেনঅভিযোগপত্রে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তার ছেলে মুফতি হারুণ ইজাহার ছাড়াও জুনায়েদ, হাবিবুর রহমান ও ইসহাককে অভিযুক্ত করা হয়েছে।আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জানান, দন্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তিন পৃষ্ঠার অভিযোগপত্রে সাক্ষী রাখা হয়েছে ৩৪ জনকে। বৃহস্পতিবার এ অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিন জনের মৃত্যু হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে। মুফতি ইজাহার পলাতক থাকলেও হারুণ চট্টগ্রাম কারাগারে আটক রয়েছেন।