রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মুক্তির আগেই আলোচনার ঝড়। “নিশ্চুপ ভালবাসা”

বিনোদন ডেক্সঃ বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক এর তালিকায় রাশেদ প্রহর একজন,ইতিমধ্যে “নিশ্চুপ ভালোবাসা”ছায়াছবির কাজ প্রায় শেষ এখন শুধু অপেক্ষার পালা কবে পাচ্ছে মুক্তি।

রাশেদ খানের প্রযোজনায় কিশোর রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন রুবেল মাহমুদ।
ছবিটির প্রসঙ্গে রাশেদ প্রহর বলেন,নিশ্চুপ ভালোবাসা ছবিটির দর্শকের হৃদয়য়ের হৃদয় ছুঁয়ে যাবে ছবিটির কাহীনি ও অভিনয় এতটাই দর্শকের কাছে জনপ্রিয় হবে যা যুগ যুগ ধরে তাদের হৃদযের থাকবে।

“নিশ্চুপ ভালোবাসা” ছবিতে অভিনয় করেছেন, রাশেদ প্রহর, সারা জেরিন ও আফফান মিতুল ছাড়াও আরও অভিনয় করেছেন রিপন গাজি, রাশেদ খান, রোজী, সুবর্ণা, নুর হোসাইন চার্লি, উত্তম অধিকারী, জ্যাকি আলমগীর, সিমান, সরল হাসমত সহ আরো অনেকে।