ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় হাসির শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এ চ্যাম্পিয়ন হয়েছেন কাজু। হাসির এই শো‘য়ে রানারআপ হয়েছে ঢাকার ছেলে পরশ। এছাড়া তৃতীয় হয়েছেন যৌথভাবে ইমন-সন্দীপ জুটি ও অনিকেত।আজ রবিবার রাতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এর গ্রান্ড ফিনালে দেখানো হয়। প্রত্যেকে দুবার করে নিজেদের জোকস বলার পরই বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপস্থাপক মীর।
মীরাক্কেলে চ্যাম্পিয়ন কাজু, রানারআপ বাংলাদেশের পরশ
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163