নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাই সমিতি ওমান এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ মে) দুপুরে উপেজলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল ভূঁইয়া, মীরসরাই সমিতি ওমান এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন, সরোয়ার হোসেন, প্রবাসী মোঃ লিটন, যুবনেতা নাজিম উদ্দিন রাসেল,জোরারগঞ্জ বাজার পরিচালনা কমিটির ধর্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, শেখ ফরিদ প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি বলেন, সিএনজি দুর্ঘটনায় আহত মোঃ রিয়াজ উদ্দিনের চিকিৎসার জন্য ৫৫ হাজার টাকা সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপিত মোহাম্মদ রিয়াদ বলেন, মীরসরাই সমিতি ওমান প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সমাজসেবা মুলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কর্মকান্ড পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।