আনোয়ারুল হক নিজামীঃ মীরসরাই উপজেলার শতবর্ষী বিদ্যালয় দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্দ্যেগে গতকাল ১৮ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টা বিদ্যালয় মুক্ত মঞ্চে পরিষদের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পরিষদের সহ-সাধারণ সম্পাদক সালা উদ্দিন সোহেল ও আবুল কালাম আজাদ এর যৌথ সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনে সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন সোহেল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এএসএম সেলিম, শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন শামসুল আলম, জাহাঙ্গীর আলম, যদু গোপাল শীল, সংগঠনের অর্থ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেজবা উদ্দিন।
উপস্থিত ছিলেন পরিষদের ডাঃ শাহাদাত হোসেন, ডাঃ পিযুষ কান্তি মজুমদার, সাবেক সভাপতি সাহবুউদ্দিন মিরন, শিক্ষক ইউপি সদস্য মঈন উদ্দিন, ফখরুল ইসলাম ফয়সাল, সহ-ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন রানা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ৫জন সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রায় শতাধিক গরিব মেধাবি শিক্ষার্থীদের কে সংগঠনের পক্ষ থেকে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং জে এস সি পরিক্ষায় জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি সাবরিনা রহমান লিনা বলেন বিনামূল্যে শিক্ষা সামগ্রি বিতরণ সহ সমাজসেবায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আগামীতেও নিয়মিত চালিয়ে যাওয়ার আহবান জানান।