প্রতিনিধি : সাংগঠনিক সফরের অংশ হিসেবে কাল মীরসরাই আসছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার। এ উপলক্ষ্যে আজ বুধবার উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মীরসরাই উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপি’র আহ্ববায়ক নুরুল আমিন সরকার পতনের আন্দোলনের প্রেক্ষাপট, মীরসরাই বিএনপি’র সাংগঠনিক অবস্থা ও আগামীকালের সমাবেশ সম্পর্কে সাংবাদিকদের কাছে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন বিচারপতিদের অভিশংসন ক্ষমতা , সম্প্রচার নীতিমালা সংশোধন ইত্যাদির মাধ্যমে সরকার বাকশাল কায়েম করার পথে হাঁটছে। তিনি আরও বলেন ঈদ-উল-আযহা’র পরে চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর, খায়রুল ইসলাম বেলাল, নুরুল আবছার চেয়ারম্যান, নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব সালাহ্ উদ্দিন চেয়ারম্যান, আজিজ আহম্মেদ চৌধুরী, ছাত্রদল নেতা জাহিদুল আবছার জুয়েল।