নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই প্রেস ক্লাব এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ২০১৬-২০১৮ সেশন এর যাত্রা শুরুতে কার্যনির্বাহী পরিষদ এর প্রথম মত বিনিময় সভা গতকাল শুক্রবার ( ৭ অক্টোবর) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় স্থানীয় পাক্ষিক খবরিকা ভবনে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের বিষয়ে সংবাদ সংগ্রহের সার্বিক নির্দেশনামূলক আলোচনা হয়। এছাড়া শীঘ্রই উপজেলা প্রাঙ্গন নিকটবর্তি এলাকায় সংগঠনের কার্যালয় নেয়া সহ সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
আলোচনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নির্বাহী সদস্য শরিফ উদ্দিন শিবলু, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক নাজমুল হাসান, প্রেস বিডির বার্তা সম্পাদক শফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, শাহাদাত হোসেন, কামরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আজমল হোসেন, আসলাম উদ্দিন, শাহ আব্দুল্লাহ আল ফাহাদ, ফিরোজ মাহমুদ প্রমুখ।
গভায় সর্বসম্মতিক্রমে প্রেস বিডি এর বার্তা সম্পাদক শফিকুর রহমানকে কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভূক্ত করা হয়। এছাড়া সকলেই সংগঠনকে গতিশীল করতে সকলেই সংগঠনের সাংবিধানিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহীতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিজ নিজ পত্রিকায় সততা নিষ্ঠা ও বস্তুনিষ্ট নিবেদিত সংবাদকর্মী হিসেবে দেশের সেবা করার অংগিকার ও ব্যক্ত করেন মীরসরাই প্রেস ক্লাব এর সকল সদস্যবৃন্দ।