॥ খবরিকা রিপোর্ট ॥
মীরসরাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক সভা শুক্রবার ( ২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক রাজীব মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংস্কৃতিক শরিফ উদ্দিন শিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন নির্বাহী সদস্য সানেয়ারুল ইসলাম রনি, রেজা তানভীর প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, কিছু সাংবাদিক নামধারী মীরসরাই প্রেস ক্লাবকে জড়িয়ে তাদের নিজস্ব ও ফেইক ফেসবুক আইডি এবং ভূঁইফোড় অনলাইন দৈনিকে ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। মীরসরাই প্রেস ক্লাব মনে করে এটি হীনমন্যতার বহিপ্রকাশ। মীরসরাই প্রেস ক্লাব গনতান্ত্রিক প্রক্রিয়ায় পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন। এ ধরনের মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদ পরিবেশন সংগঠন এবং সাংবাদিকদের জন্য মানহানিকর। ভবিষ্যতে মীরসরাই প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের কোন কর্মকর্তাদের নিয়ে এ ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বা প্রচার করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংগঠন ব্যবস্থা নেবে।