নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই বেসরকারী উন্নয়ন সংস্থা (অপকা) কার্যালয়ে বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সকাল ১১টায় অটিজম কর্মসূচির বিষয়ে মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন । অপকার অটিজম কর্মসূচির এ্যাম্বাসেডর কাইয়ূম নিজামীর সভাপতিত্বে উক্ত সভায় অপকার বিভিন্ন কর্মসূচির উপর সংক্ষেপে লক্ষ উদ্যেশ্য তুলে ধরেন অপকার প্রেগ্রাম অফিসার জোবেদা খাতুন । অটিজম কর্মসূচির উপর বিষদ আলোচনা করেন অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এই বিষয়ে তিনি তার বক্তব্যে বলেন ১৯৯৩ সাল থেকে অপকার কার্যক্রম শুরু হয়। ক্ষুদ্র ঋণ প্রকল্প সহ অপকার ১২টি শাখায় তার কর্মকান্ড পরিচালিত হয়। এই মধ্যে কৃষি, মৎস, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের থেরাপি কার্যক্রম, উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু আছে এর মধ্যে নতুন কর্মসূচি হিসেবে অটিজম কার্যক্রম চালু করা হয়। বর্তমানে ৪৫ শতক ভুমির মধ্যে ভবন নির্মাণের কার্যক্রম চলছে। প্রথম এই কার্যক্রমের বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। ভবন নির্মানের ব্যয় ধরা হয়েছে সাড়ে ৮কোটি টাকা। তিনি এই বিষয়ে সমাজের সাংবাদিকদের মাধ্যমে সমাজের সকল স্তরের ব্যক্তির সহযোগীতা কামনা করেন। পরে এই কার্যক্রমে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এসময় মীরসরাই প্রেসক্লাবের সদস্যগনের মধ্যে উপস্থিত সংবাদকর্মীগন যথাক্রমে দৈনিক আজাদী এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, দৈনিক ভোরেরপাতা নয়ন কান্তি ধুম, দৈনিক জনকন্ঠের রাজিব মজুমদার, দৈনিক সংবাদের রণজিত ধর, দৈনিক মানবকন্ঠ এর নাছির উদ্দিন, মানবজমিন আনোয়ারুল হক নিজামী, দৈনিক জনতার আব্দুল মান্নান রানা, দৈনিক ডেসটিনি সাহাব উদ্দিন, দৈনিক ইনকিলাব এর ইমাম হোসেন, দৈনিক ভোরের ডাকের সানোয়ারুল ইসলাম রনি, ডোনেট বাংলা সহ সম্পাদক মহিউদ্দিন ওসমানী, সংবাদ বাংলাদেশ এর জাবেদ হোসাইন, সকালের কন্ঠ এর কামরুল ইসলাম, খোলা কাগজ এর জিয়াউর রহমান জিতু, মাই টিভির কামরুল ইসলাম, পাক্ষিক খবরিকার মীর হোসেন ও মহিন চৌধুরী প্রমুখ।