Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

মীরসরাই পৌর জামায়াতের সভাপতি গ্রেফতার

6048_atok_23082

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন (৩২) কে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। আজ দুপুরে মীরসরাই সদরের ইনসাফ ডায়গনষ্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, গাড়ী ভাঙচুরের ২টি মামলার আসামী হওয়াতে শামসুদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে শামসুদ্দীনকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবী করেছেন উপজেলা জামায়াতের আমীর নুরুল করিম, সেক্রেটারী নুরুল কবির, বারইয়ারহাট পৌর জামায়াতের আমীর কাউন্সিলর নুরুল হুদা হামিদী, উপজেলা শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মাসুম।