নিজস্ব প্রতিনিধি : মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সেহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। নবগঠিত আহবায়ক কমিটিতে হোসেন মোহাম্মদ মাসুম কে আহবায়ক ও ইনজামামুল হক ইমন কে সদস্য সচিব করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মীরসরাই পৌরসভা সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২০টি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেন। পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটিতে তানরাজ হোসেন তপু, সাহাদাত হোসেন, ওমর ফারুক শাকিল, আব্দুল্লাহ আল ফয়সাল, জাহেদুন্নবী, তানজীমুল হক এদের কে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির অধিনস্থ সকল ইউটির আগামী ৬০ দিনের মধ্যে গঠন পূর্বক জেলা ছাত্রদল বরাবর প্রেরনের নির্দেশ দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।