নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিছিল করেছে মীরসরাই পৌরসভা আওয়ামীলীগ। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শনিবার (৭ মার্চ) বিকাল ৫ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাপর ইকবালের সঞ্চালনায় ও সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পৌরসভার মেয়র এম. শাহজাহান। এসময় অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, সহ প্রচার সম্পাদক তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, কমিশনার নূর নবী, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শিপন প্রমুখ। আলোচনা শেষে এক বিক্ষোভ মিছিল মীরসরাই পৌরসদর প্রদক্ষিন করে।