খবরিকা ডেস্কঃ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা গতকাল (২৩ মে) জগদ্বীশ্বরী কালী বাড়ি কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সংগীত শিল্পী রণজিত ধর ও লিপিকা রায়ের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মিলন কান্তি দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার মজুমদার, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক সন্তোষ কুমার শর্মা, জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক নারায়ন চৌধুরী, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, নির্বাহী সদস্য সুদর্শন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুধাময় রায়, মীরসরাই জন্মাষ্টমী কমিটির সভাপতি সুভাষ সরকার, মীরসরাই পূজা কমিটির মহিলা সম্পাদিকা লিপিকা রায়, সহ-সাধারণ সম্পাদক আশিষ দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌরমেয়র এম. শাহজাহান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। অনুষ্ঠানে পূজা কমিটির পক্ষ থেকে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে মীরসরাই পূজা উদ্যাপনে পরিষদ এবং সমাজ, শিক্ষা, মুক্তিযুদ্ধে অবদানের জন্যে মাষ্টার দিলীপ রঞ্জন ভৌমিক, নারায়ণ সরকার, অমর কৃষ্ণ দে, বিনয় কৃষ্ণ নাথ (প্রকাশ বিকে নাথ), অধ্যাপক দুলাল কান্তি দেবনাথ, মাষ্টার মৃণাল কান্তি দত্ত, মাষ্টার প্রিয়তোষ নাথ, মুক্তিযোদ্ধা মাষ্টার ভগবান চন্দ্র শুল্কদাশ এবং স্বর্গীয় শশাংক কান্তি চৌধুরী, স্বর্গীয় শিবেন্দু চক্রবর্তী, স্বর্গীয় এড. দিলীপ চৌধুরী, স্বর্গীয় মাষ্টার কেশব মজুমদারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে উত্তম কুমার শর্মাকে সভাপতি এবং অনির্বাণ চৌধুরী রাজিবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।