Sunday, February 16Welcome khabarica24 Online

মীরসরাই নাবিক সমবায় সমিতির ঈদ পুনর্মিলন ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই নাবিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ঈদ পুনর্মিলন ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জে সোনালী কমিউনিটি সেন্টারে প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। সংগঠনের সাবেক সভাপতি আব্দুল করিম ড্রাইভারের সভাপতিত্বে ও রিপন মাষ্টারে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশনের আন্তর্জািতিক বিষয়ক সম্পাদক ও মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোছাইন মাষ্টার, মিরসরাই নাবিক কল্যান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক মাষ্টার মোঃ সাইফুল ইসলাম। দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মিরসরাই নাবিক কল্যান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা রেজাউল করিম। নতুন কমিটিতে খায়রুল আলম ড্রাইভার সভাপতি পদে এবং নুরুন নবী মাষ্টার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি জসীম উদ্দিন মাষ্টার, হেলাল ড্রাইভার, সেলিম উদ্দিন মাষ্টার, যুগ্ম সম্পাদক দিদারুল আলম মাষ্টার, সহ সাধারণ সম্পাদক রিপন মাষ্টার, সহ সাধারণ সম্পাদক শহীদ ড্রাইভার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক ফখরুল ইসলাম ড্রাইভার, অর্থ সম্পাদক গোলাম হোসেন রিপন মাষ্টার, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মাষ্টার, শ্রম কল্যান সম্পাদক মহি উদ্দিন মাষ্টার, সহ-সম্পাদক মোশারফ হোসেন মাষ্টার, অফিস সম্পাদক আলমগীর মাষ্টার, সহ-অফিস সম্পাদক দেলোয়ার হোসেন ড্রাইভার, প্রচার সম্পাদক সোলেমান মাষ্টার, সহ-সম্পাদক আলা উদ্দিন মাষ্টার। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কালাম মাষ্টার, জসীম ড্রাইভার, মেজবা মাষ্টার, নুর আলম ড্রাইভার, পারভেজ মাষ্টার, হুমায়ুন কবির মাষ্টার, নুরুল আবছার ড্রাইভার, তাজ উদ্দিন রানা মাষ্টার, বেলায়েত হোসেন মাষ্টার, গোলাম মাওলা ড্রাইভার।