মীরসরাই প্রতিনিধি: ডায়াবেটিক চিকিৎসাকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বাংলা্েদশ ডায়াবেটিক সমিতির একটি প্রকল্প হিসেবে মীরসরাই ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টায় মীরসরাই থানার বিপরীতে বায়তুস ছালাম ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বারইয়ারহাট কলেজের অধ্যাপক বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও মীরসরাই পৌর মেয়র এম.শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি এডিশনাল কো-অর্ডিনেটর ডাঃ হাসান আলী চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার সাহাব উদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জামসেদ আলম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এস.এম তোবারক উল্ল্যা চৌধুরী বায়েজীদ, প্রাক্তন যুগ্ন সচিব আফজালুর রহমান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডেপুটি চিফ অফ পাবলিক রিলেশনস ইডিসি আহসানুল হক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ন পরিচালক ফরিদ কবির,মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, ৭নং ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ,মীরসরাই ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ আহমেদ মঈনুল ইসলাম (এম.বি.বি.এস;সিসিডি:বারডেম) । অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট ফয়েজ আহম্মদ, জাহানারা বেগম, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।