খবরিকা ডেস্ক :
১১ই জুলাই মীরসরাইবাসির জন্য একটি বেদনার্ত দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব সড়কে সেই রাক্ষুসে খাদে ট্রাক উল্টে ৪৫ টি তাজা প্রাণ হারানোর ভয়াল ঘটনার দিনটিকে শ্রদ্ধাভরে স্মরন করলো সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বড়তাকিয়া আবুতোরাবে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রবৃন্দের স্মরনে নির্মিত স্মৃতি স্মারক ‘’আবেগ’’ এ পুস্পস্তবক অর্পন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন । উল্লেখ্য যে, উক্ত ট্রাজেডির ঘটনার সময় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহতদেও পরিবারের সাথে তৎকালীন সময়ে তাঁর অনেক স্মৃতি বিজড়িত রয়েছে।
আজ ১০ই জুলাই বুধবার সকাল ১১টায় পুস্পস্তবক অর্পন শেষে আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয় । এতে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন প্রতিবছর ১১ই জুলাইয়ের এই ট্র্যজেডি আমাদের কাঁদায় ,মীরসরাইবাসিকে কাঁদায় । আমাদের চলার পথে বিশেষ করে এই ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলতে আরও সতর্ক হতে হবে । আমি নিহত ছাত্রদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবোনা, কিন্তু আমি মৃত্যুর আগে পর্যন্ত আপনাদের পাশে থাকবো । তিনি নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব নুর উল্লাহ , ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাবেক সাধারন সম্পাদক জনাব সরোয়ার আলম , সাবেক মীরস্রাই পৌর কমিশনার জনাব রহিমুল্লাহ , মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জনাব নুর উদ্দিন ভূঁইয়া , বীর মুক্তিযোদ্ধা নবিউল হক, সমাজকর্মী রাশেদুল করিম , যুবনেতা জনাব সরোয়ার উদ্দিন, ছাত্রনেতা জনাব ভুট্টো খান , ছাত্রনেতা আব্দুর রহিম প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত দলের নেতৃবৃন্দ।