Saturday, January 25Welcome khabarica24 Online

মীরসরাই চেয়ারম্যান সমিতির কমিটি গঠিত : সভাপতি হুমায়ুন সম্পাদক কবির নিজামী

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ চেয়ারম্যান সমিতি মীরসরাই উপজেলা শাখা গঠিত হয়েছে। সভাপতি পদে ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন ও সাধারণ সম্পাদক পদে ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮জুলাই) মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে মীরসরাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুনকে সভাপতি ও কবির নিজামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম, প্রচার সম্পাদক ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, কোষ্যদক্ষ ৯নং মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন। অন্যান্য চেয়ারম্যানবৃন্দদের সদস্যপদে অর্ন্তভূক্ত করা হয়।