Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাই কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উক্ত মতবিনিময় সভায় মীরসরাই উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোসলেউদ্দিন চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম কন্ট্রাক্টর, সদস্য হুমায়ুন কবির মিলন, শামসুল হুদা, মীরসরাই উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুর রহমান খন্দকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের কোম্পানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বশর মিয়াজী, স্থানীয় সরকার সম্পাদক ফরহাদ চৌধুরী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, সদস্য সেলিম ভূঁঞা, হাজী শাহ আলম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষিতে উন্নততর প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সার বীজে ভতুর্কি দিয়ে সরকার কৃষি ও কৃষকদের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে।