আকাশ ইকবাল : মীরসরাই কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় মীরসরাই কলেজ অডিটোরিয়ামে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর জামান রিফাতের সঞ্চালনায় কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, উপজেলা আওযীলীগের সাবেক প্রচার সম্পাদক সিরাজ-উদ-দৌলা, পৌর আওয়ামীলীগ নেতা মিয়া মো: হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা, মীরসরাই পৌর ছাত্রলীগ সভাপতি আল ফায়াত সংগ্রাম, উপজেলা ছাত্রলীগের সদস্য সাইদুজ্জামান অন্তর, পৌর ছাত্রলীগের সম্পাদক আবু জাপর, প্রচার সম্পাদক সরওয়ার জামান সিফাত প্রমুখ। অনুষ্ঠানে মীরসরাই কলেজ ছাত্রলীগের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।