Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী


নিজস্ব প্রতিনিধি :: ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে মীরসরাই উপজেলা সদরস্থ মীরসরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী তারুণ্য মেলা ২৫’ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আয়োজিত মেলা মঞ্চে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এসময় আরো আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, সাইফুল হক সিরাজী, উত্তম কুমার, আসমা আক্তার বীনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন। সবশেষে বিকেলে আলোচনায় বক্তব্যপ্রদানকালে প্রধান অতিথি আতিকুল ইসলাম লতিফী বলেন তরুণরা এই দেশ ও জাতির কর্ণধার। এদেরকে অবশ্যই সমাজের সর্বোচ্চ পর্যায়ে মেধা অর্জন করতে হবে যেন আগামীর পৃথিবীর জন্য যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে উঠে। তিনি সবাইকে মেধা, বিজ্ঞান চর্চা এবং পৃথিবীর কল্যাণে সবাইকে মনোনিবেশ করার আহ্বান জানান। দিনভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলায় বিভিন্ন ষ্টল প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করেন রংতুলি, ২য় স্থান অর্জন করে হিমেল হাওয়া। মীরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম জানান, জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান রেখে এ তারুণ্যের মেলা। শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তারুণ্যের মেলা শিক্ষার একটি অঙ্গ। শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আরো মনোযোগী করবে এই তারুণ্যের মেলা।