নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি- জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার চেষ্টায় লিপ্ত তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন আমরা ও কোটা আন্দোলনের বিপক্ষে নই। আলোচনার মাধ্যমেই সকল সমস্যা সমাধান সম্ভব। কিন্তু নৈরাজ্য সৃষ্টির কঠোর জবাব দিতে ও প্রস্তৃুত ছাত্রলীগ। ১৮ই জুলাই ( বৃহস্পতিবার ) সকাল ১১ টায় দেশব্যাপী কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে একটি মিছিল মীরসরাই সদরের আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে বক্তব্য প্রদানকালে তিনি উক্ত বক্তব্য রাখেন। মিছিল শেষে শহিদ মিনারের সামনে এক সমাবেশে আরোও উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল ,জাফর ইকবাল নাহিদ ,মীঠুন শর্মা ,মীরসরাই কলেজ ছাত্রলীগ এর সভাপতি শেখ সিফাত , মীরসরাই কলেজ ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মেহেদি হাসান শিপন, নিজামপুর কলেজ ছাত্রলীগ এর সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ।
এছাড়া আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ শেষে সমাবেশ উপজেলা চত্মরে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মেজবাহ উল আলম, সভাপতি নয়ন কান্তি ধূম প্রমুখ।