নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রামের মীরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী।
মীরসরাই উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নাছিমা আখতারের সভাপতিত্বে ও স্থানীয় সচিব বিলকিস আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার শীল। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক দিদারুল আলম, মীরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ, গার্ল গাইডের স্থানীয় ট্রেজারার রাফিয়া আক্তার, সরকারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সাজেদা বানু, নিজামপুর মুসলিম হাই স্কুলের শিক্ষক মিঠু ধর, করেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা হান্নান, দুর্গাপুর ন.চ. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গীতা চক্রবর্তী, গোলকের পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা খাতুন প্রমুখ।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রামের মীরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা নাছিমা আক্তার কমিশনার কমিশনার, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিলকিস আক্তারকে স্থানীয় সচিব, মীরসরাই মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাফিয়া আক্তারকে স্থানীয় ট্রেজারার করে মোট ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন – সদস্য করেরহাটহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা হান্নান, সদস্য সরকারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সাজেদা বানু, দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গীতা চক্রবর্তী, গোলকেরহাট পি.এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রোমেনা আক্তার।