নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন অসুস্থ হয়ে চট্রগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এ নেতাকে দেখতে ছুটে আসেন ক্লিফটন গ্রুপের কর্ণধার শিল্পপতি প্রফেসর কামাল, রেড়ক্রিসেন্ট এর সাবেক সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরী ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ মীরসরাই পৌরসভার বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ।
নেতা কর্মীরা নুরুল আমিনের দ্রুত আরোগ্য লাভে সকলের নিকট দোয়া কামনা করেন। মহান আল্লাহ যেন দ্রুত তাঁকে দ্রুত সুস্থ করে আবারো দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে পারেন সে তৌফিক দান করার জন্য বিশেষ মোনাজাত করেন।