মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের ইফতার

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের উদ্যোগে উদ্যোক্তাদের ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেনের সভাপতিত্বে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান।উক্ত ইফতার পার্টিতে আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, অর্থসম্পাদক আব্দুল হালিম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান রাজু সহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।