বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ৯৬ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনের আগামীকাল বুধবার প্রথম ধাপে মীরসরাইয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯৬ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। জানা গেছে, উপজেলার কেন্দ্রগুলোর অবস্থান ও পারিপার্শ্বিক দিক বিবেচনা করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র (কম ঝুঁকিপূর্ণ)। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫টি এবং ১৩টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মীরসরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি হয়েছে। এ তালিকা অনুযায়ী ভোটের দিন ওই সব কেন্দ্র ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।