Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক প্রাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ১১ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভায় পুলিশের তল্লালি চৌকির সামনে দিয়ে যাবার সময় এই ব্যক্তিকে সন্দেহ হয়। এসময় দায়িত্বে থাকা এসআই আবুল খায়ের ওই ব্যক্তির সাথে থাকা ২টি ভ্যাগে তল্লাশি করে। ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে থাকা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল প্রাচার করার দায়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক প্রাচার কারী, আলা উদ্দিন (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। এছাড়া জোরারগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী শাহেনা আক্তারকে (৩৫) বুধবার সকালে গ্রেফতার করে পুলিশ। সে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, ফেনসিডিলসহ এক ব্যক্তিকে বারইয়ারহাট থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া সাজা প্রাপ্ত এক মহিলা আসামীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।