শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১হাজার রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ সামাজিক সংগঠন “পরিবর্তন” টিমের উদ্যোগে মীরসরাইয়ের জে বি উচ্চ বিদ্যালয়ের হল রুমে গতকাল রবিবার দিনব্যাপী প্রায় ১০০০ রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পাশাপশি রক্তের বন্ধনে মীরসরাইয়ের সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপিংও করা হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন ঘোষ, ডাঃ তাজমীর মাহমুদ রিগান, ডাঃ মাহমুুদ হাসান, ডাঃ নাছরিন আক্তার। রোগীদের ডাক্তারি পরীক্ষা শেষে ফ্রি ঔষধ সরবরাহ করা করা হয়।
এতে উপস্থিত ছিলেন পরিবর্তন টিমের সভাপতি শিমুল ভৌমিক, সাধারণ সম্পাদক সুজন দাশ, জে বি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার,মীরসরাই কেন্দ্রীয় কালী বাড়ির সাংগঠনিক সম্পাদক জহরলাল নাথ অভি, মহিলা কলেজের ইংরেজি প্রভাষক উষারঞ্জন, সাংবাদিক রাজীব মজুমদার,পরিবর্তন টিমের নির্বাহী পরিচালক গোপী কুমার দাশ, সহ- সাধারণ সম্পাদক অমিতাভ দাশ, জুয়েল দাশ, সাংগঠনিক সম্পাদক মিঠুন শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন নাথ, রাহুল দাশ, প্রচার সম্পাাদক রাজীব পাল, অর্থ সম্পাদক ছোটন মজুমদার, নির্বাহী পািরচালাক গোপী দাশ, সদস্য পিকলু দেব নাথ, শিপন শর্মা, অনন্যা পরিয়াল সহ প্রমুখ।