মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ

মীরসরাইয়ে পালিত হয় হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই মাসের এই দিনে মীরসরাই উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

৮ডিসেম্বর শনিবার উক্ত হানাদার মুক্ত দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে র‌্যালি শেষে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী সহ মুক্তিযোদ্ধা গন।