রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে হাজার পরিবারে হাসি ফুটালেন বাহার চৌধুরী

নিজস্ব প্রতিনিধি :: করোনার আগ্রাসনের এই দুঃসময়ে মীরসরাই উপজেলার সহস্র পরিবারের মুখে হাসি ফুটালেন বাহার চৌধুরী। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মসলার সাথে ছোলা বুট ও সেমাই সাথে দিয়ে এক পরিবারের ১৫ দিনের খাবারের প্যাকেট বিতরণ করলেন এক হাজার পরিবারের মাঝে। উৎকন্ঠা আর হতাশা নিয়ে আসা সাধারন মানুষের প্রায় সকলেই উক্ত খাবার পেয়ে হাসি মুখে বাড়ি যেতে দেখা গেছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রস্তাবিত নতুন কমিটির যুগ্ম সম্পাদক ও বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরীর উদ্যেগে মীরসরাইয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি, অসহায় ও দরিদ্র খেটে-খাওয়া সহ¯্রাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম জেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, বাহার চৌধুরীর পুত্র আরেফিন আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল গনি, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, ইউনিয়ন যুবলীগ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ সহ নেতৃবৃন্দ।
নুরুল আনোয়ার বাহার চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রভাবে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমি প্রিয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরামর্শে মঘাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। তিনি আরো বলেন, এই ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। জরুরী প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে ও সরকারি নির্দেশনা মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান তিনি।