সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে হরতাল অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

bnp pic 01-02-15
নিজস্ব প্রতিনিধি : হরতাল, অবরোধের সমর্থনে মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে মীরসরাই পৌরসভা বিএনপি। ২ মার্চ (রবিবার) বিকাল ৪ টায় মীরসরাই পৌরসদরে এ বিক্ষোভ করেছে মীরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব সালাহউদ্দিন সমর্থক নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহম্মদের নেতৃত্বে অংশ নেয় পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রিদোয়ানুল হক, খায়ের উল্ল্যাহ, শেখ জসীম উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অংগসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী, মহিউদ্দিন, ছাত্রদল নেতা জুয়েল, আবু তাহেরসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।