সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১

images (2)
মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে আবু আহম্মদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাত টার সময় উপজেলার করেরহাটের শুভপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সন্ধ্যা সময় বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবু আহম্মদকে ইঞ্জিন চালিত বটবটি সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১টর সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আবু আহম্মদের বাড়ি করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে।