মীরসরাই প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২জন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ১৪-৮৭১৮) মীরসরাইয়ের বড়তাকিয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার (চট্টগ্রাম থ ১১-৬৩২৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই চালক নুরুল ইসলাম (৩৮) মারা যান। নিহত নুরুল ইসলাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়া পাড়া এলাকার জহিরুল হকের পুত্র।
এছাড়া গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলাম (১৮) ও মোঃ আজাদ (২০) নামে আরো দু’জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিটি উল্টো সাইড দিয়ে যাচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও সিএনজি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।