নিজস্ব প্রতিনিধি ঃ
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৮ মে রোজ শনিবার মীরসরাই উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত সকলের পক্ষ থেকে জেলা পর্যায়ে চূড়ান্তকৃত স্থানীয় অগ্রাধিকার লক্ষ্যমাত্রা/ সূচক বিষয়ক তথ্য- স্থানীয় অগ্রাধিকার সূচক, সূচকের লক্ষ্যমাত্র অর্জনে প্রধান কর্মকা-সমূহ, টার্গেট অর্জনে বাধাসমূহ, বাধা উত্তরনে করণীয় সমূহ, সরকারি/ বেসরকারি কোন কর্তৃপক্ষ/ প্রতিষ্ঠান করণীয় বিষয়ে প্রধান দায়িত্বপ্রাপ্ত সমূহ সকল বিষয়ে সকলের কাজ থেকে দাপ্তরিক মতামত নেওয়া হয়। এইসব মতামত জেলা পর্যায়ে পাঠিয়ে মীরসরাইয়ে উন্নয়ন কর্মকান্ডের জন্য বিবেচনা করে মীরসরাইয়ের জন্য কাজ করা হবে। যা মীরসরাইয়ের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সকলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্¦ে উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মীরসরাই কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী ও মীরসরাই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন এবং সকল ইউনিয়নের চেযারম্যান বৃন্দ।