Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে স্কুল পাঠাগার উদ্বোধন

Mirsarai 21.01.17

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে জোরারগঞ্জে নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে পাঠাগারের দ্বার উৎঘাটন করা হয়েছে। গতকাল (২১ জানুয়ারি) বিদ্যালয় পাঠাগারের দ্বার উৎঘাটন করেন মীরসরাই গণপাঠাগারের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জামশেদ আলম। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মীরসরাই ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল হক সিরাজী, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আবু জাফর, মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাকিব আলী চৌধুরী, রেদোয়ানুল হক, হাসান শাহরিয়ার চৌধুরী প্রমুখ।