নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাংলাদেশ সাম্যবাদী দল কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল ২০ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় মীরসরাই পৌর সদরে মীরসরাই কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে মীরসরাই সাম্যবাদী দলের উপজেলা শাখার সভাপতি মাষ্টার সালেহ আহম্মদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন মেহের কান্তি মজুমদার, সাইফন দত্ত, রণজিত বড়ুয়া, বাবুল আহম্মদ প্রমুখ।
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেন, নেতাকর্মীদের রাজনৈতিক চর্চার নিমিত্তে এবং নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে সাম্যবাদী দল মীরসরাই উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধীদের সব চক্রান্তকে প্রতিহত করে দেশ উন্নয়নের মহসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই পথচলাকে মসৃণ করতে সম্যবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।