শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সাবেক মন্ত্রী পুত্র শওকত আলী স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল

pic 07.05.15
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের কৃতি সন্তান যুক্ত ফ্রন্ট সরকারের কেন্দ্রীয় মন্ত্রী মরহুম আলহাজ্জ্ব মাহফুজুল হকের পুত্র, মীরসরাইয়ের সাবেক সাংসদ এম এ জিন্নাহ‘র ছোট ভাই ও মীরসরাই ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শওকত আলী স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর মীরসরাই কলেজ মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সানা উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্য মোহাম্মদ শরীফ, উপাধ্য আতিকুল ইসলাম লতিফী, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, একরামুল হক, ইকবাল হোসেন, রেজাউল করিম, নাসির উদ্দিন, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ৪ মে চট্টগ্রাম শহরের একটি বেসরকারী কিনিকে শওকত আলী ইন্তেকাল করেন।