রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সাপের কামড়ে মহিলার মৃত্যু


এমদাদুল হক ভূঁইয়া ::
মীরসরাইয়ে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫০) এর মৃত্যু হয়েছে। নিহত মহিলা মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মৃত মোঃ ফিরোজ মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে মোঃ রিপন মিয়া জানান (২৪ জুন) শুক্রবার বিকেল চারটায় আমার মা খাবার পানির জন্য টিউবয়েলে গেলে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। সাথে সাথে উনাকে প্রথমে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়, সেখানে সাপের কোন ভ্যাকসিন না পাওয়ায় পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন।
২৫ জুন শনিবার সকাল ১০ টায় নিহত মহিলার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।