সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সরকারি উদ্যোগে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Computer pic
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ে নারীদের জন্য বেসিক আইটি/আইসিটি বিষয়ে আইটি সংস্থা বেইজের সহয়তায় ১৫ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শ্রেণী কক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সম্মতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের তত্ত্বাবধানে এবং বেইজ লিমিটেডের ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্ল্যাহ, সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, বেইজের কো-অডিনেটর আবদুস সালাম, মোঃ আসাদুজ্জামান, প্রশিক্ষক মোঃ হাদীউজ্জামান, সহকারী প্রশিক্ষক মোঃ আশরাফুল। এসময় ২০জন নারী প্রশিক্ষানার্থীকে আইটি/আইসিটি বিষয়ে প্রশিক্ষনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।